মুন্সিগঞ্জ, ১১ অক্টোবর ২০২৩, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি বলেছেন, ফিলিস্তিনের মুক্তিকামী জনগণের ন্যায় সঙ্গত সংগ্রামের প্রতি সমর্থন অব্যাহত রাখুন। মুন্সিগঞ্জের শান্তি-শৃঙ্খলা ও জনকল্যাণে আন্তরিক প্রয়াস নিশ্চিত করুন।
আজ বুধবার জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ কথা বলেন তিনি।
জেলা প্রশাসক আবু জাফর রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার আসলাম খান, প্রেসক্লাব সভাপতি শহীদই হাসান তুহীন, দৈনিক সভ্যতার আলোর সম্পাদক মীর নাসির উদ্দিন উজ্জ্বল, বিশ্বনাথ সাহা প্রমুখ।
সভায় ফিলিস্তিনের মুক্তকামী জনগণের ন্যায় সঙ্গত সংগ্রামের প্রতি সমর্থন ব্যক্ত করা হয় এবং পদ্মাসেতু রেল সংযোগ উদ্বোধন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।
মৃণাল কান্তি দাস বলেন, সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধুকন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা এমপি পদ্মাসেতু রেল সংযোগ উদ্বোধনের মধ্য দিয়ে এ অঞ্চলের যোগাযোগ খাতকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন। মুন্সিগঞ্জ থেকে ঢাকা এবং দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চলের সঙ্গে রেলযোগাযোগ স্থাপিত হওয়ায় এ অঞ্চলের মানুষের আর্থ সামাজিক উন্নয়নে ব্যাপক অগ্রগতি সাধিত হবে।
তিনি বলেন, মুন্সিগঞ্জ জেলার ছনবাড়ী, শিংপাড়া, মালখানগর, বেতকা, আব্দুল্লাপুর, হাতিমারা, সিপাহীপাড়া, মুক্তারপুরসহ শহরের বিভিন্ন এলাকার যানজট দূরীকরণে ট্রাফিক পুলিশকে আরও তৎপর হতে হবে। যানজট নিরসনে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক হতে হবে। বিশেষত যত্রতত্র গাড়ি পার্কিং এবং অটো স্ট্যান্ড সম্পর্কে সকলকে সচেতন করে তুলতে হবে। এলাকার কৃষি জমি ভরাট করে অন্য কাজে ব্যবহার করা হচ্ছে, যা দেশে বিদ্যমান আইনের লঙ্ঘন বটে। এভাবে কৃষি জমি নষ্ট হতে থাকলে অদূর ভবিষ্যতে দেশে আভ্যন্তরীণ উৎপাদন ব্যাপকভাবে কমে যেতে পারে সেজন্য সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বী জনগোষ্ঠীর বৃহত্তর ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা যাতে সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় সেজন্য প্রশাসনকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করতে হবে। মাদক, সন্ত্রাস, ধর্মান্ধতা, উগ্র-সাম্প্রদায়িকতা জঙ্গিবাদ বিরোধী প্রচার-প্রচারণার মধ্য দিয়ে গণসচেতনা সৃষ্টি করতে হবে। সামাজিক শান্তি ও শৃঙ্খলা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে হবে।
তিনি আরও বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যাতে অবাধ, মুক্ত, শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয় এবং জনগণের ভোটাধিকার রক্ষায় সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নির্বাচনকে কেন্দ্র করে অতীতের মতো যাতে কেউ আগুন সন্ত্রাস সৃষ্টি করে জনগণের জান-মালের নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে সেজন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।