১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৪:৩৯
Search
Close this search box.
Search
Close this search box.
ফিলিস্তিনের জন্য আজ রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২১ সেপ্টেম্বর ২০২৩, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)

ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনে হাজার হাজার নাগরিকের মৃত্যুর ঘটনায় আজ (২১ অক্টোবর) এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ।

শোক উপলক্ষে আজ সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি, বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

এর আগে গত ১৯ অক্টোবর এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় শুক্রবার (২০ অক্টোবর) জুমার নামাজের পর ফিলিস্তিনে হতাহতদের জন্য দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলে হাজার হাজার রকেট ছোড়ে হামাস। একই সঙ্গে সীমান্ত পেরিয়ে ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করে হামলা চালান হামাসের যোদ্ধারা। জবাবে ওই দিন থেকেই পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। এর পর থেকে তারা অবরুদ্ধ গাজায় টানা বিমান হামলা চালিয়ে যাচ্ছে।

হামাসের কর্মকর্তারা জানিয়েছেন, ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বিমান হামলায় ৩ হাজার ৫০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে।

error: দুঃখিত!