মুন্সিগঞ্জ, ১৮ নভেম্বর ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
ফিলিস্তিনে ইসরাইলের হামলার প্রতিবাদে মুন্সিগঞ্জের সবচেয়ে বড় রিসোর্ট ‘ঢালি’স আম্বার নিবাসে’ আজ শনিবার থেকে কোকাকোলা ও পেপসি বিক্রি বন্ধ ঘোষণা করেছে কতৃপক্ষ।
রিসোর্টের ফেসবুক পেজ থেকে এ ঘোষণা দেয়া হয়। পরে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মেহজুবা ইসলাম আমার বিক্রমপুর কে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আজ থেকে আমাদের প্রতিষ্ঠানে ইসরাইলের পণ্য কোকাকোলা ও পেপসি বিক্রি করা হবে না। এর বদলে অন্য যেসকল দেশী-বিদেশী পানীয় রয়েছে সেগুলো রাখা হবে। ফিলিস্তিনের নির্যাতিত মুসলিমদের প্রতি সমর্থন ও ইসরাইলের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদস্বরুপ আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের দেখে দেশের অন্যান্য প্রতিষ্ঠানগুলোও এমন সিদ্ধান্ত নেবে এমনটাই প্রত্যাশা।
উল্লেখ্য, প্রায় ৩৩ একর জায়গা জুড়ে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের বাহেরকুচি গ্রামে অবস্থিত আয়তনে জেলার সবচেয়ে বড় রিসোর্ট ‘ঢালি’স আম্বার নিবাস’। বাংলাদেশের বৃহত্তম সুইমিংপুল রয়েছে রিসোর্টটিতে। প্রতিদিন গড়ে অন্তত দেড়-দুই হাজার দর্শনার্থী প্রবেশ করে এখানে।