১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৩:৩৫
প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৯ জানুয়ারি, ২০২১, টংগিবাড়ী প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার সেরাজাবাদ রানা শফিউল্লাহ কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

আজ শনিবার (৯ জানুয়ারি) দুপুরে উপজেলার সেরাজাবাদ রানা শফিউল্লাহ কলেজ অডিটোরিয়ামে অসহায় শীতার্ত ১১০টি পরিবারের মধ্যে এই কম্বল বিতরণ করা হয়।

এ সময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল গফুর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌরনীতির প্রভাষক গোলাম হাসনায়েন, অর্থনীতির প্রভাষক সুমন দেওয়ান, ইংরেজির প্রভাষক সোহেল রানা, বাংলার প্রভাষক কামরান মনিরা, জীববিজ্ঞানের প্রভাষক বোরহান উদ্দিন।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কলেজের প্রাক্তন শিক্ষার্থী মেহেদী হাসান, শাওন সারোয়ার, নূর-ই আলম, জাবেদ হাসান, কার্তিক চন্দ্র, মেহেদী হাসান, ইমন প্রমুখ।

আয়োজক প্রাক্তন শিক্ষার্থী জাবেদ হাসান বলেন, ‘কলেজের সকল ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের সহযোগিতায় এবছর প্রথম কম্বল বিতরণ করা হয়েছে। অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করতে পেরে আমরা আনন্দিত। আশাকরি এমন উদ্যোগের ধারাবাহিকতা বজায় থাকবে।’

তিনি আরো বলেন, ‘শীতের তীব্রতার কাছে সম্বলহীন মানুষগুলো হয়ে গেছে অসহায়। তাদের পাশে দাঁড়ানো আমাদের সকলের উচিত। আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের সহযোগিতা করার চেষ্টা করেছি।’

error: দুঃখিত!