১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | দুপুর ২:৫৩
প্রাইভেটকার চাপায় গজারিয়ায় নারীর মৃত্যু
খবরটি শেয়ার করুন:

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় প্রাইভেটকারের চাপায় ফজিলা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার ভবেরচর ঈদগাঁ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফজিলা বেগম উপজেলার বাউশিয়া ইউনিয়নের বক্তারকান্দি গ্রামের কুদ্দুস মিয়ার স্ত্রী।

ভবেরচর পুলিশ ফাঁড়ির সার্জেন্ট সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, সোমবার দুপুরে ভবেরচর ঈদগাঁ নৌঘাট থেকে মহাসড়কের ওঠার সময় কুমিল্লাগামী একটি প্রাইভেটকার ফজিলা বেগমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে। তবে, ঘটনাস্থল থেকে প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে বলে জানান সার্জেন্ট।

সংবাদ সূত্রঃ বাংলানিউজটোয়েন্টিফোর ডট কম

error: দুঃখিত!