৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সকাল ১০:০০
প্রধানমন্ত্রীর সাথে গণভবনে শুভেচ্ছা বিনিময় করেছে মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগ, শুরুতেই বিতর্কে সভাপতি
খবরটি শেয়ার করুন:

বিশেষ প্রতিবেদক: প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার সাথে দেখা করতে ও শুভেচ্ছা বিনিময় করতে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে গিয়েছিলেন মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা ও সাধারন সম্পাদক ফয়েজ আহমেদ পাভেল।

আজ ২৭জুলাই সোমবার বিকেল ৫টায় তারা গণভবনে প্রধানমন্ত্রীর সাথে এই সাক্ষাৎ করেন। কেন্দ্রীয় ছাত্রলীগের ২৮তম জাতীয় সম্মেলেন নির্বাচিত সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক জাকির হোসেন এর সাথে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন তারা।

অন্যদিকে আজ বেলা ১২টার দিকে ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সদ্যবিলুপ্ত কমিটির সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারন সম্পাদক সিদ্দীকি নাজমুল আলম এবং সদ্যনির্বাচিত কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ,সাধারন সম্পাদক জাকির হোসেন, সহ-সভাপতি আজিজুল হক রানা, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান নাদিম,সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন সহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জাপন করেছেন।

তবে এসময় মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীেগর সাধারন সম্পাদক ফয়েজ আহমেদ পাভেল উপস্থিত থাকলেও সভাপতি ফয়সাল মৃধা উপস্থিত ছিলেন না। ফয়সাল মৃধা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জাপন এর সময় উপস্থিত না হওয়ায় কেন্দ্রীয় ছাত্রলীগের অনেক জৈষ্ঠ নেতা বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।

error: দুঃখিত!