সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পূর্ব পরিকল্পনা অনুযায়ী পদ্মা সেতুর কাজ এগিয়ে চলছে।
বিশ্বব্যাংকের তৈরী ডিজাইন অনুযায়ী পদ্মা সেতু নির্মাণ করা হচ্ছে। তাদের তৈরী ডিজাইনে কোন পরিবর্তন করা হয়নি। এ নিয়ে বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই। প্রকল্প নিয়ে যে দ্বিধা, সংশয় ও অবিশ্বাস ছিল বর্তমান সরকার তা অতিক্রম করে ফেলেছে। পদ্মা সেতুর কাজ দ্রুত গতিতে এগিয়ে চলাই এর বড় উদাহরন।
রোববার বিকেল ৪টার দিকে মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়া এলাকায় পদ্মা সেতু প্রকল্প এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের কাছে সেতু মন্ত্রী এ কথা বলেন। তিনি আরো বলেন, নাব্যতা সংকটের কারণে ফেরিচলা চলে যে বিঘ্ন সৃষ্টি হচ্ছে তা পদ্মা সেতুর পাইলিংয়ের কারণে নয়। পাইলিংয়ের কাজ হচ্ছে চ্যানেল থেকে ৩ কিলোমিটার অধিক দূরে। পদ্মা সেতুর কাজও চলবে এবং ফেরিচলাচলও অব্যাহত রাখতে হবে। আমারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সহযোগিতা করবো।
সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বুদ্ধিমত্ত্বার কারণে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর কাজ হাতে নেওয়া সম্ভব হয়েছে। এখন আর কারো মন্তব্য নেই।এ সময় সেতুমন্ত্রীর সঙ্গে পদ্মা সেতু প্রকল্পের নির্বাহি প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদেরসহ সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।