২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সোমবার | দুপুর ১:১৭
Search
Close this search box.
Search
Close this search box.
প্রচারণা শুরুর ৫ দিনের মাথায় গজারিয়ায় নির্বাচন কর্মকর্তা বদলি
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৬ ডিসেম্বর, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের প্রচারণা শুরুর ৫ দিনের মাথায় মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা কে বদলি করা হয়েছে।

বদলিকৃত উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আবু তালেব নিজেই ‘আমার বিক্রমপুর’ কে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) এক নির্বাহী আদেশে তাকে বদলি করা হয়। গত ১৮ ডিসেম্বর থেকে গজারিয়া উপজেলার ৭টি ইউপিতে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে।

তবে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ ‘আমার বিক্রমপুর’ কে জানান, তাকে নির্বাচন কমিশন নিয়মিত বদলি করেছেন। এর সাথে নির্বাচনের সম্পর্ক নেই।

জানা যায়, গজারিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে পরবর্তী দায়িত্ব পালন করবেন মো. লিটন মিয়া।

তফসিল অনুযায়ী, আগামী ৫ জানুয়ারি (বুধবার) মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ৭টি ইউপিতে ব্যালটপেপার পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকায় বাউশিয়া ইউনিয়নে নির্বাচন হচ্ছে না।

error: দুঃখিত!