মুন্সিগঞ্জ, ৯ নভেম্বর, ২০২০, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের ভোটের মাঠে এগিয়ে থাকা বিএনপি আসন্ন মুন্সিগঞ্জ ও মিরকাদিম পৌরসভা নির্বাচনে দলীয়ভাবে প্রার্থী দিচ্ছে।
এতে করে বিএনপি’র ভোটার-সমর্থকদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। তারা ঘড়োয়াভাবে সভা করে নির্বাচনের জন্য নিজেদের প্রস্তুত করছেন।
জানতে চাইলে মুন্সিগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি আব্দুল হাই ‘আমার বিক্রমপুর’ কে জানান, কেন্দ্র থেকে নীতিগত সিদ্ধান্ত হয়েছে পৌরসভা নির্বাচনে অংশ নেয়ার। তাই মুন্সিগঞ্জ ও মিরকাদিম পৌরসভা নির্বাচনে বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থীদের প্রস্তুতি নিতে বলা হয়েছে। তারা ইতিমধ্যে নিজেদের মত করে প্রস্তুতি নিচ্ছেন।’
আব্দুল হাই আরও জানান, পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষনা হলে আমরা মেয়র পদে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে বসে প্রার্থী ঘোষনা করবো। তারা ‘ধানের শীষ’ মার্কা নিয়ে নির্বাচনে অংশ নিবে।
উল্লেখ্য, মুন্সিগঞ্জ ও মিরকাদিম পৌরসভার সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৫ সালের ডিসেম্বরে। সেই নির্বাচনে অংশ নিয়ে মুন্সিগঞ্জের দুই পৌরসভাতেই পরাজিত হয় বিএনপির দুই প্রার্থী।