১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | রাত ১০:১২
পৈশাচিক, বর্বর মানসিকতার লোক ছিলেন জিয়া- মৃণাল কান্তি
খবরটি শেয়ার করুন:

বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে ‘খুনি’ অাখ্যা দিয়ে তার মনমানসিকতা বর্বর ও পৈশাচিক বলেছেন বাংলাদেশ অাওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।

মুন্সিগঞ্জ-৩ অাসনের এই সংসদ সদস্য অাজ শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে মুন্সিগঞ্জ কেন্দ্রীয় বদ্ধভূমি প্রাঙ্গণে শ্রদ্ধার্ঘ্য অর্পণ শেষে সমবেত ভাষনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি এসময় অারও বলেন, সাপের পেট থেকে সাপ হয়। খালেদা জিয়ার পেট থেকে অভিশপ্ত সন্তান, দুর্নীতিবাজ তারেক জিয়ার জন্ম হয়েছে। জিয়া ও খালেদা দুজনেই জামায়াত-শিবির কে তোষণ করেছে। তারা বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের বিরোধী।

শ্রদ্ধার্ঘ্য অর্পণ শেষে শহীদদের অাত্মার প্রতি এক মিনিট নিরবতা পালন করা হয়।

এসময় বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিবীদ হোসেন মোহাম্মদ বাবুল, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি গোলাম মাওলা তপন, মোয়াজ্জেম হোসেন, সহ-সভাপতি গোলাম রসূল সিরাজী রোমান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ অাহম্মেদ পাভেল, যুগ্ম সাধারণ সম্পাদক অাপন দাস, নয়ন তালুকদার, পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি অারিফুর রহমান, সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মকবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

error: দুঃখিত!