মুন্সিগঞ্জ ১৮ নভেম্বর, ২০১৯, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মুন্সিগঞ্জ জেলা বিএনপি ।
সোমবার (১৮ নভেম্বর) সাড়ে ১০টার দিকে মুক্তারপুর পুরাতন ফেরিঘাট এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জেলা বিএনপি। এ সময় নেতাকর্মীরা বাণিজ্য মন্ত্রীর পদত্যাগ দাবি করেন।
জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী আবদুল হাই বলেন, বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সীর পদত্যাগ দাবী করছি। সে একজন ব্যবসায়ী। তার সিন্ডিকেটে সব ব্যবসা প্রতিষ্ঠান তার নিয়ন্ত্রণে চলে। সে একজন মৌজুদদার তার নিয়ন্ত্রণে থেকেই পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় সকল কিছু আজ অস্বাভাবিক ভাবে মূল্য বৃদ্ধি পেয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আতোয়ার হোসেন বাবুল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস ধীরণ, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন আহম্মেদ, শহর বিএনপির সভাপতি সাবেক মেয়র এ কে এম ইরাদত মানু, টংগিবাড়ী বিএনপির একাংশের সভাপতি মনিরুল ইসলাম পল্টন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল সালাম মোল্লা, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মাসুদ রানা প্রমুখ।