১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | দুপুর ২:০৭
Search
Close this search box.
Search
Close this search box.
পূর্ব শত্রুতার জেরে খুন হন উজ্জ্বল মিয়াজী!
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৭ মে, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

পূর্ব শত্রুতার জের ধরে মোবাইল ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজীকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।

গেল বৃহস্পতিবার রাতে মতলব উওর ছেংগার চরের ষাটনল এলাকায় এ ঘটনা ঘটে। ঢাকার যমুনা ফিউচার পার্কের মোবাইল ব্যাবসায়ী উজ্জ্বল মিয়াজী ঈদ পুর্নমিলনির অনুষ্ঠানে যোগ দিতে নিজ গ্রামে যান। ঘটনার দিন রাতে অনুষ্ঠানস্থল পরিদর্শন করতে গেলে চিহ্নিত কয়েকজন নৌ ডাকাত সহ অজ্ঞাত ২০/২৫ জন মিলে একটি সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনি এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে উজ্জ্বল মিয়াজিকে হত্যা করে।

হত্যাকান্ডের খরব পেয়ে মতলব উওর থানা পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। উজ্জ্বল মিয়াজীকে পূর্ব পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে বলে পরিবারের লোকজন অভিযোগ করে বলেন, পরিকল্পনা করে তাকে খুন করা হয়েছে। তাই হামলাকারীদের আইনের আওতায় এনে ফাসি দাবি করেন তারা।

ঘটনার প্রত্যক্ষদর্শী রবিন জানান, নৌ ডাকাত কবির খালাশি, জজ মিয়া খালাশি গংদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা চাঁদাবাজি সহ একাধিক মামলা রয়েছে।

মতলব উত্তর থানার ওসি জানান, ঘটনার তদন্ত চলছে, তদন্ত শেষে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

error: দুঃখিত!