৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | বিকাল ৪:৫৮
Search
Close this search box.
Search
Close this search box.
পুলিশ ব্যারিকেডে মুন্সিগঞ্জে হেফাজতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৭ মার্চ, ২০২১, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমণকে কেন্দ্র করে ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় হামলা ও নিহতের ঘটনার প্রতিবাদে মুন্সিগঞ্জের সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম মুন্সিগঞ্জ জেলা ও বিভিন্ন উপজেলা শাখার শীর্ষস্থানীয় নেতাকর্মীরা।

এতে নেতৃত্বে দেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর আব্দুল হামিদ পীর মধুপুরী।

আজ শনিবার (২৭ মার্চ) সকাল ১০ টায় উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া কলেজ মাঠে সমাবেশ হওয়ার কথা থাকলেও পুলিশি বাধায় বড়বর্তা বালুর মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য মাওলানা বশির আহমেদ, সিরাজদিখান উপজেলা শাখার সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ কাসেমী, সেক্রেটারি মাওলানা মুফতি আবুল হোসেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ শ্রীনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা ইউনুস আহমেদ, হোসাইন আহমেদ ইছাকি, নিমতলা মাদরাসার মাওলানা জিয়াউল হক কাছেমী সহ অনেকে।

সমাবেশে আব্দুল হামিদ বলেন, গত শুক্রবার বাংলাদেশে যে ঘটনা ঘটেছে সরকার এখনো কোনো পদক্ষেপ নেয়নি। আমাদের ৫ জন ছাত্র ভাইদের গুলি করে হত্যা করা হয়েছে। আপনারা যদি শান্তিতে থাকতে চান তাহলে শান্তিপূর্ণ মিছিলে বাঁধা দিবেন না। আর কত মায়ের বুক খালী করবেন। ইসলামের শত্রু, মুসলিম জাতির চির শত্রু, মোদির আগমন ও তৌহিদী জনাতার উপর হামলার প্রতিবাদে আজ এই সমবেশ ও বিক্ষোভ করা হলো।

সমাবেশে দেশ ও জাতির শান্তি কামনা ও সংঘর্ষে নিহত ছাত্রদের জন্য দোয়া করা হয়। সমাবেশের আগে মধুপুর মাদরাসা থেকে একটি মিছিল মধুপুর পীরের নেতৃত্বে কুচিয়ামোড়া ইকবাল মার্কেটে এসে শেষ হয়।

error: দুঃখিত!