মুন্সিগঞ্জ, ২৩ সেপ্টেম্বর ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ ৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হাজ্বী মোহাম্মদ ফয়সাল বিপ্লব বলেছেন- পুনরায় শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হওয়া পর্যন্ত রাজপথে থাকবো। আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে বলবো ছোটখাটো ভেদাভেদ ভুলে বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ হতে।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৫ টার দিকে সদর উপজেলার মহাকালি ইউনিয়নের বাগেশ্বর বাজারে সুশীল সমাজের আযোজনে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেয়র।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুল কবির মাস্টার, সদর উপজেলা ভাইছ চেয়ারম্যান নাজমুল হাসান সোহেল, মহাকালি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম ঢালী, সদর উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফারুক আহম্মেদ পিন্টু।
সুধী সমাবেশে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।