২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | বিকাল ৩:২৪
পাতা ফাঁদে পা আটকে গেছে মেয়র শাহিনের?
খবরটি শেয়ার করুন:

নিজের পাতা ফাদে পা আটকে গেছে মিরকাদিম পৌরসভার মেয়র ‘রাজাকারের নাতি’ শহীদুল ইসলাম শাহিনের।

দম্ভ ও অহমিকার কাছে হেরে গেছেন শাহিন।

মিরকাদিম পৌর প্রাঙ্গনে গত ২০নভেম্বর ইং তারিখে সরকারি নির্দেশনা উপেক্ষা করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যাতিত অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রলীগের নেতৃবৃন্দের সাথে শাহিনের ব্যাক্তিগত কর্মচারী’র মধ্যে অনাকাঙ্খিত ঘটনাটি সেখানেই মিট হয়ে যায়। মেয়র ও অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য মৃণাল কান্তি দাস বিষয়টি গুরুত্ব দিয়ে না দেখতে উপস্থিত সংবাদকর্মীদের অনুরোধ করেন। তারাও অনুরোধ রাখেন।

কিন্তু সেই রাতেই শাহিন ফোন করে দৈনিক প্রথম অালোর জেলা প্রতিনিধি তানভির হাসান ও জনকন্ঠের ষ্টাফ রিপোর্টার নাসিরুদ্দিন উজ্জ্বল কে সংবাদ প্রকাশ করতে বাধ্য করেন। তারাও মেয়রের কথায় একপাক্ষিক সংবাদ করেন।

মেয়র নিজের ক্ষমতা জাহির করতে একগুয়েমি করে একাজ করান তার লালিত সাংবাদিকদের দিয়ে।

কিন্তু সত্য সামনে অাসে খুব তাড়াতাড়ি। মূল ঘটনা প্রকাশ হয় মুন্সিগঞ্জের জনপ্রিয় অনলাইন পত্রিকা ‘মুন্সীগঞ্জ টাইমস’ ও ‘অামার বিক্রমপুর’-এ।

এবার মেয়র শাহিন নিজেই অাবার এ সংবাদ সরিয়ে ফেলতে ফোন করেন মুন্সীগঞ্জ টাইমসের জৈষ্ঠ প্রতিবেদকের কাছে।

নিজেই মিথ্যা সংবাদ করালেন, অাবার সত্যটা সংবাদে প্রকাশ হওয়ার পর এবার নিজেই তদবির শুরু করলেন সংবাদটি মুছে ফেলতে।

error: দুঃখিত!