১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | সকাল ১১:০৮
Search
Close this search box.
Search
Close this search box.
পাকিস্তানে বাংলাদেশের জয়, ম্যাচ সেরা মুন্সিগঞ্জের মারুফ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১১ নভেম্বর, ২০২২, বিডিনিউজ ও নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

বল হাতে আলো ছড়ালেন মুন্সিগঞ্জের মারুফ মৃধা। পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে অল্পতে আটকে রাখতে বড় অবদান রাখলেন বাঁহাতি এই পেসার। পরে রান তাড়ায় চৌধুরি মোহাম্মদ রিজওয়ান ও আশিকুর রহমানের ফিফটিতে অনায়াস জয় তুলে নিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

পাকিস্তানের মুলতানে প্রথম যুব ওয়ানডেতে বাংলাদেশের যুবাদের জয় ৭ উইকেটে। ২০৩ রানের লক্ষ্য তারা ছুঁয়ে ফেলে ২৯ বল বাকি থাকতে।

দারুণ বোলিংয়ে মারুফ জেতেন ম্যাচ সেরার পুরস্কার। বাঁহাতি এই পেসার ৩৮ রান দিয়ে নেন ৪ উইকেট।

ম্যাচসেরা পুরস্কার প্রাপ্ত মারুফ মৃধা মুন্সিগঞ্জের সন্তান। ২০০৬ সালে জন্ম নেয়া মারুফ মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের সাতুল্লা গ্রামের আকবর মৃধার ছেলে।

গতকাল বৃহস্পতিবার সকালে পাকিস্তানের ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে ৩ ম্যাচ ওয়ানডে সিরি জের ১ম ওয়ানডে খেলা অনুষ্ঠিত হয়৷

পাকিস্তান প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারের খেলায় আরাফাত মিনহাসের ৭১ রান ও উজাইর মুমতাজের ৫৭ রানের উপর ভর করে ৪৫ ওভারেই ২০২ রানে অল আউট হয়।

বাংলাদেশের হয়ে বোলিং করে মারুফ মৃধা ৯ ওভারে ২ মেইডেন নিয়ে ৩৮ রানে নেন ৪ উইকেট। ২০৩ রানের জবাবে ব্যাট করতে নেমে মোহাম্মদ রিজওয়ানের ৭৯ ও আশিকুর রহমান শিবলীর ৭৪ রানে ভর করে বাংলাদেশ অনূর্ধ্ব১৯ দল নির্ধারিত ওভারেই পূর্বেই মাত্র ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌছে যায়।

আগামী শনিবার দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।

পাকিস্তান অনূর্ধ্ব-১৯: ৪৫ ওভারে ২০২ (বাসিত ২, শাহজাইব ১, তায়েব ২৮, সাদ ০, উজাইর ৫৭, ইরফান ১২, আরাফাত ৭১*, ইবতিসাম ১৭, মোমিন ০, জিশান ২, রাজা ৩; বর্ষণ ৯-১-৪৯-০, মারুফ ৯-২-৩৮-৪, রাফি ৯-০-২৮-২, রিজওয়ান ৩-০-১৫-০, পারভেজ ৯-০-৪০-১, ওয়াসি ৫-০-২১-১, জিশান ১-০-৮-০)

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৪০.১ ওভারে ১০৫/৩ (রিজওয়ান ৭৯, আশিকুর ৭৪, জিশান ১১, সাকিব ১৮*, আহরার ৭*; ইবতিসাম ৬-০-৪৯-০, রাজা ৯-০-৪৪-২, জিশান ৯-০-৩২-১, আরাফাত ৭-০-৩৫-০, মোমিন ৭.১-১-২৩-০, উজাইর ২-০-২১-০)

error: দুঃখিত!