মুন্সিগঞ্জ, ১৪ মার্চ, ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার পাঁচগাও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী এইচ এম সুমন।
সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ১০ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এইচ এম সুমন (হাওলাদার) ২০৩৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতিকের সেলিম শেখ পান ১৭৮৫ ভোট।
১৩৪৬ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন আনারস প্রতিকের মঞ্জুর আলি শেখ, অটোরিকশা প্রতিকের মিজান মোল্লা পান ১১৮৫ ভোট, রজনীগন্ধা প্রতিকের স্বতন্ত্র প্রার্থী আলি জাফর পান ১০০২ ভোট, মোটর সাইকেল প্রতিকের আলি আহম্মদ শেখ পেয়েছেন ৮৪৫ ভোট, ইসলামী আন্দোলনের মোস্তফা শেখ হাত পাখা প্রতিক নিয়ে পেয়েছেন ৩৮৫ ভোট, সাবেক চেয়ারম্যান মিলেনুর রহমান মিলন চশমা প্রতিক নিয়ে পেয়েছেন ২৫৪ ভোট, টেবিল ফ্যান প্রতিক নিয়ে শেখ ফরিদ পেয়েছেন ৮০ ভোট এবং টেলিফোন প্রতিক নিয়ে সাগর আহম্মেদ পেয়েছেন ৬৬ ভোট।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এম কে আহম্মেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।