মুন্সিগঞ্জ, ৯ ডিসেম্বর, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে বালিগাঁও, বলই ও খেতেরপাড়া সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।
জরাজীর্ণ, অপ্রশস্ত ও গুরুত্বপূর্ণ পয়েন্টে বিদ্যমান বেইলি সেতু এবং আরসিসি সেতু প্রতিস্থাপন প্রকল্পের আওতায় ৯৭.৩৩ মিটার দীর্ঘ টংগিবাড়ী উপজেলার পশ্চিম বালিগাঁও সেতু, ৪০.৫০ মিটার দীর্ঘ বলই সেতু এবং ৩৭.২০ মিটার দীর্ঘ লৌহজং উপজেলার খেতেরপাড়া সেতু নির্মাণ করবে সড়ক ও জনপথ অধিদপ্তর।
গতকাল বৃহস্পতিবার বিকালে পশ্চিম বালিগাঁও সেতুর এক প্রান্ত থেকে এই ৩টি সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন।
এসময় সড়ক ও জনপথ অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।