শানে নুজুলের নন্দিত একটি গ্রন্থের মুহতারাম লেখক ইমাম ওয়াহেদী [রহ.] বলেন- আয়াতে কারীমা অবতীর্ণের পটভমি এবং সংশ্লিষ্ট ঘটনা জানা ছাড়া আয়াতের তাফসীর জ্ঞান লাভ করা সম্ভব নয়।
(১) শানে নুজুলের নন্দিত একটি গ্রন্থের মুহতারাম লেখক ইমাম ওয়াহেদী [রহ.] বলেন- আয়াতে কারীমা অবতীর্ণের পটভমি এবং সংশ্লিষ্ট ঘটনা জানা ছাড়া আয়াতের তাফসীর জ্ঞান লাভ করা সম্ভব নয়।
(২) আইমান সালেহ শাবান বলেন- কুরআনের জ্ঞান অন্বেষণকারীর জন্য শানে নুজুল জানা আবশ্যক।
(৩) ইবনে দাকীক আল-ঈদ বলেন- কুরআনে কারীমের সঠিক মর্ম উপলব্ধি করার ক্ষেত্রে শানে নুজুল নিশ্চিত একটি শক্তিশালী উপায়।
(৪) ইমাম ইবনে তাইমিয়া [রহ.] বলেন- কুরআনের মর্মোদ্ধারে শানে নুজুলের জ্ঞান খুবই সহায়ক।