মুন্সিগঞ্জ, ৬ মার্চ, ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢালাইয়ের মিক্সার মেশিনের ফিতায় পেঁচিয়ে পদ্মা সেতুর রেলওয়ে প্রকল্পের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ সোমবার বেলা ১১ টার দিকে জেলার শ্রীনগর উপজেলার পদ্মা সেতু রেল সংযোগ লাইনের বেঁজগাঁও স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম মো. মফিজুল (৪০)। সে রংপুরের রছনবাড়ি এলাকায় ভাড়া থাকতো।
স্থানীয়রা জানান, উপজেলার বেঁজগাঁও এলাকায় নির্মাণাধীন রেলওয়ে স্টেশনের ঢালাই কাজ করার সময় শ্রমিক মফিজুল মিক্সার মেশিনের ফিতায় পেঁচিয়ে যান। অন্যান্য শ্রমিকরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় সেখানকার কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীনগর থানার সাব-ইন্সপেক্টর মো. জোবায়ের জানিয়েছেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে যান। শ্রমিকের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
এ ব্যাপারে সেখানে দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী মো. রাজনের মোবাইলে যোগাযোগ চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।