মুন্সিগঞ্জ, ৬ সেপ্টেম্বর, ২০২২, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগরে পদ্মা সেতু বন্যপ্রাণী অভয়ারণ্য বাস্তবায়নে জীববৈচিত্র্য সংরক্ষণ কার্যক্রমের আওতায় সচেতনতামূলক আলোচনা সভা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় ইউএনও সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মসিউর রহমান মামুন।
স্বাগত বক্তব্য রাখেন, জীববৈচিত্র্য সংরক্ষণ কার্যক্রম, টীম লিডার প্রফেসর ড. মো. লোকমান হোসেন, বন্যপ্রাণী বিশেষজ্ঞ প্রফেসর ড. মোহাম্মদ ফিরোজ জামান, উদ্ভিদ ও বন বিশেষজ্ঞ শেখ মিজানুর রহমান, মৎস্য বিশেষজ্ঞ মো. আলম হোসেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ (জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা) চেয়ারম্যান ড. নিসতার কবীর প্রমুখ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম, শ্রীনগর ইউনিয়ন (সদর) পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম, শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।