১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৪:৫৪
Search
Close this search box.
Search
Close this search box.
পদ্মা সেতু প্রকল্পে দুর্ঘটনায় শ্রমিক নিহত
খবরটি শেয়ার করুন:

পদ্মা সেতু প্রকল্পে কর্মরত এক শ্রমিক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

বুধবার বেলা ১২ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম মো. জহিরুল ইসলাম (২৭)। তার বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার কুমারভোগ এলাকায়।

পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের নিহতের খবর নিশ্চিত করেন।

তিনি জানান, ‘সেতু প্রকল্পে জাজিরা প্রান্তে ঠিকাদারের আওতায় কর্মরত একজন শ্রমিক দুর্ঘটনা কবলিত হয়ে পানিতে পড়ে গিয়ে মারা যান। পরে সেনাবাহিনীর সদস্যরা পানি থেকে তার লাশ উদ্ধার করেন।’

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ‘পদ্মা সেতু প্রকল্পে জাজিরা প্রান্তে বার্জের ওপর মিকচার মেশিন চালনার সময় ঐ মেশিনের চালক হঠাৎ আঘাত পেয়ে পানিতে পড়ে যান। তিনি পদ্মা সেতু প্রকল্পের ঠিকাদারী প্রতিষ্ঠান এমডিসি কোম্পানীর একজন শ্রমিক।

ওসি জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

error: দুঃখিত!