১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৮:০৫
পদ্মা সেতু পুরোপুরি দৃশ্যমান হতে বাকি মাত্র ৫ টি স্প্যান
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৬ নভেম্বর, ২০২০, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

আর মাত্র ৫ টি স্প্যান। এরপর দুই প্রান্ত থেকেই বাঙালী জাতির স্বপ্নের পদ্মা সেতু পুরোপুরি দৃশ্যমান হয়ে যাবে।

সর্বশেষ আজ শুক্রবার সকালে মাওয়া প্রান্তে বসেছে পদ্মা সেতুর ৩৬ তম স্প্যান। এর মধ্য দিয়ে দৃশ্যমান হয়েছে ৫ হাজার ৪০০ মিটার। এ নিয়ে মাওয়া প্রান্তে বসেছে ৭ টি স্প্যান। যার মাধ্যমে মাওয়া প্রান্তে দৃশ্যমান হয়ে গেছে ১ কিলোমিটার সেতু।

এরপরের ৩৭ তম স্প্যানটি বসানো হবে মাঝ নদীতে। আর ৩৮ তম স্প্যানটি বসানো হবে পাড়ের সংগে সংযোগ ঘটাতে। এই স্প্যান বসলেই মাওয়া পাড়ের সাথে সংযোগ ঘটবে পদ্মা সেতুর।

পদ্মা সেতু সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানিয়েছেন, এ মাসে রয়েছে আরও ৪ টি স্প্যান বসানোর চেষ্টা করা হয়েছে। আগামী ডিসেম্বরের ১০ তারিখের মধ্যেই পদ্মা সেতুর সবকয়টি স্প্যান বসানোর জন্য পরিকল্পনা রয়েছে।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের এসব তথ্য নিশ্চিত করেছেন।

সেতুর ২ হাজার ৯১৭টি রোডওয়ে স্ল্যাবের মধ্যে ১১২৪-এর বেশি রোড স্ল্যাব বসানো হয়েছে। আর ২ হাজার ৯৫৯টি রেলওয়ে স্ল্যাবের মধ্যে এখন পর্যন্ত বসানো হয়েছে ১৬২৪-এর বেশি হাজার ৬০টির বেশি।

২০১৪ সালের ডিসেম্বরে ৬.১৫ কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতল পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো। মূল সেতু নির্মাণের কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেড (এমবিইসি) ও নদীশাসনের কাজ করছে চীনের আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন।

error: দুঃখিত!