৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ১২:২৯
পদ্মা সেতু উত্তর থানার সামনে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে আহত ২
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৩ জানুয়ারি, ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতু উত্তর থানা সংলগ্ন বঙ্গবন্ধু মহাসড়কে (ঢাকা-মাওয়া-ভাঙা এক্সপ্রেসওয়ে) নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপভ্যানের চালক ও সহকারি আহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার দিনগত রাতে সাড়ে ১২টা’র দিকে খবর পেয়ে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা।

আহতরা হলেন, টাঙ্গাইলের নাগরপুর এলাকার নেজামউদ্দিন সরকারের ছেলে গাড়িচালক শাহীন (৩০) ও বাগেরহাটের মোল্লারহাট এলাকার জাহিদুল ইসলামের ছেলে গাড়ির হেলপার বিল্লাল (২০)।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. মাহফুজ রিবেন জানান, পদ্মা সেতু উত্তর থানার সামনে টোলপ্লাজাগামী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক ল্যাম্প পোষ্টে আঘাত করলে ঘটনাস্থলে দুইজন আহত হন। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। আহতদের অবস্থা আশঙ্কাজনক নয়।

পদ্মা সেতু উত্তর থানার ওসি মো. আলমগীর হোসাইন জানান, নিয়ন্ত্রণ হারানো পিকআপভ্যানটি দুর্ঘটনার পরপরই সড়ক থেকে সরিয়ে নেয়া হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

 

error: দুঃখিত!