১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | সকাল ৯:৫৭
Search
Close this search box.
Search
Close this search box.
পদ্মা সেতুর টোল নিয়েও গুজব
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৫ ডিসেম্বর, ২০২০, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

পদ্মা সেতুর টোল কত হবে? পদ্মা সেতু পুরোপুরি দৃশ্যমান হওয়ার পরপরই ছড়িয়ে পড়েছে নতুন এক গুজব।

অনেকটা পরিকল্পিতভাবেই চারিদিকে এই গুজব ছড়িয়েছে একটি কুচক্রি মহল। সে খবরই আজ নিশ্চিত করলো সেতু বিভাগ।

আজ মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সেতু বিভাগের তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়েছে। সেখানে স্পষ্ট করে বলা হয়েছে ‘পদ্মা সেতুর টোল এখনও চূড়ান্ত হয়নি’।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়- “সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পদ্মা বহুমুখী সেতুর টোল নিয়ে যে অপপ্রচার চলছে তা সেতু বিভাগের দৃষ্টি আকর্ষণ করেছে। টোলের হার নির্ধারণের বিষয়টি অপপ্রচার এবং গুজব। পদ্মা বহুমুখী সেতুর টোল হার এখনো চূড়ান্ত হয়নি। তবে টোলের হার নির্ধারণ করার লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটির সুপারিশের ভিত্তিতে পরবর্তীতে আর নির্ধারণে পদক্ষেপ নেয়া হবে। টোলের হার নির্ধারণ হলে জনগণকে অবহিত করা হবে।

এ ধরনের অপপ্রচারে সাধারণ মানুষকে বিভ্রান্ত না হওয়ার জন্যও অনুরোধ জানিয়েছে সেতু বিভাগ।

error: দুঃখিত!