৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ৮:৫০
Search
Close this search box.
Search
Close this search box.
পদ্মা সেতুর উপরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৯ ডিসেম্বর ২০২৩, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

পদ্মা সেতুতে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুই জন আহত হয়েছে। সেতুর ১৪ ও ১৫ নম্বর পিয়ারের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।

পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার (৯ ডিসেম্বর) বিকেল চারটার দিকে এ দুর্ঘটনায় একটি বাসের চালক ও হেলপার আহত হয়েছে। এসময় দুর্ঘটনা-কবলিত গাড়ি দুটি জব্দ করে প্রশাসন।

আলমগীর হোসেন জানান, সেতুর ওপর কাজ চলমান থাকায় এক লাইনে গাড়ি চলছিল। বিকেল চারটার দিকে সেতুর ১৪ নম্বর খুঁটির কাছে গোল্ডেন লাইন ও অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি বাসে চালক ও হেলপার আহত হন। আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পরপরই বাস দুটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি বলে জানান তিনি।

এই বিভাগের সর্বশেষ
ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা
error: দুঃখিত!