পদ্মা সেতুর কাজের অগ্রগতি দেখতে আকস্মিক মাওয়া সফর করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার সকালে সাড়ে ১১টার দিকে পদ্মা সেতু প্রকল্পের মাওয়া প্রান্তে তিনি এ সফর করেন। এসময় মুন্সিগঞ্জ ১ আসনের এমপি বাবু সুকুমার রঞ্জন ঘোষ, নির্বাহী প্রকৌশলী ও প্রজেক্ট ম্যানেজার দেওয়ান আব্দুল কাদের ও আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।
নির্বাহী প্রকৌশলী মো. তোফাজ্জল হোসেন জানান, নতুন বছরের স্প্যান পিলারের উপরের স্থাপন কাজের অগ্রগতি দেখতে আসেন সেতুমন্ত্রী। এসময় তিনি পদ্মা সেতুর অভ্যন্তরীণ কাজ নিয়েও আলোচনা করেন।
৪১টি স্প্যান দিয়ে তৈরি হবে পদ্মাসেতু। ইতিমধ্যেই মাওয়া প্রান্তে তিনটি স্প্যান পৌঁছে গেছে। এরমধ্যে একটি স্প্যান পিলারের ওপর স্থাপনের জন্য সম্পূর্ণরুপে প্রস্তুত রয়েছে। বাকি দুইটি সংযোজনের কাজ চলছে। আরো একটি স্প্যান চীন থেকে বাংলাদেশের কুতুবদিয়ায় এসে পৌঁছেছে।