৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | সন্ধ্যা ৭:৫৮
Search
Close this search box.
Search
Close this search box.
পদ্মা সেতুতে শেষ হলো ল্যাম্পপোস্ট স্থাপনের কাজ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৯ এপ্রিল, ২০২২, সাজ্জাদ হোসেন (আমার বিক্রমপুর)

পদ্মা সেতুতে ল্যাম্পপোস্ট স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। সেতুতে সর্বমোট ৪১৫ টি ল্যাম্পপোস্ট স্থাপন করা হয়েছে। এর মধ্যে মূল সেতুতে ৩২৮ টি, জাজিরা প্রান্তের ভায়াডাক্টে ৪৬ টি, মাওয়া প্রান্তের প্রান্তের ভায়াডাক্টে ৪১ টি ল্যাম্পপোস্ট স্থাপন করা হয়েছে।

গতকাল সোমবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে পদ্মা সেতুর ৩৬ তম স্প্যানে সবর্শেষ ল্যাম্পপোস্ট স্থাপনের মাধ্যমে কাজ শেষ হয়েছে। ২০২১ সালের ২৫ নভেম্বর মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে সেতুর ভায়াডাক্টে প্রথম ল্যাম্পপোস্ট বসানোর কাজ শুরু হয়েছিল।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আবদুল কাদের পদ্মা সেতুতে ল্যাম্পপোস্ট স্থাপনের কাজ সম্পন্ন হওয়ার তথ্য নিশ্চিত করেন। পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) সাদ্দাম হোসেন জানান, গতকাল সকাল ১০ টা থেকে কাজ শুরু হয়ে সন্ধ্যা ৬টা ১০ মিনিট পর্যন্ত ১৪ টি ল্যাম্পপোস্ট স্থাপন করা হয় পদ্মা সেতুতে। সবগুলোতে আলোক বাতি বসানোর কাজও শেষ। প্রত্যেকটি ল্যাম্পপোস্টে একটি করে আলোক বাতি বসানো হয়েছে। ক্রেনের সাহায্যে ল্যাম্পপোস্টগুলো একটি নির্দিষ্ট উচ্চতায় তোলার পর মূল সেতুর নির্ধারিত স্থানে যুক্ত করা হয়। কাজ শুরুর ১৪৪ দিনের মধ্যে ল্যাম্পপোস্ট স্থাপনের কাজ শেষ হলো। বিদ্যুৎ সংযোগ এলে ল্যাম্পপোস্টগুলোতে সংযোগ তার দিয়ে যুক্ত করা হবে। তিনি আরও জানান, ল্যাম্পপোস্টগুলোর দৈর্ঘ্য ১১ দশমিক ২ মিটার। একটি ল্যাম্পপোস্ট থেকে আরেকটি ল্যাম্পপোস্টের দূরত্ব ৩৭ দশমিক ৫ মিটার।

প্রতিটি ল্যাম্পপোস্টের ওজন ২৭৫ কেজি। প্রতি ঘণ্টায় ২০০ কিলোমিটার গতিবেগে ঝড় হলেও এসব ল্যাম্পপোস্টের কোনো ক্ষতি হবে না। প্রতিটি ল্যাম্পপোস্টে বসানো হয়েছে ১৭৫ ওয়াটের এলইডি বাল্ব। চীনের তৈরি ল্যাম্পপোস্ট গুলো ধাপে ধাপে বাংলাদেশে আসার পর স্থাপনের কাজ করা হয়।

এই বিভাগের সর্বশেষ
ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা
error: দুঃখিত!