১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ৮:৩৯
Search
Close this search box.
Search
Close this search box.
পদ্মা সেতুতে যানবাহনের গতি নিয়ন্ত্রণে আজ থেকে ‘স্পিডগান’
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৬ এপ্রিল ২০২৩, শিহাব আহমেদ (আমার বিক্রমপুর)

পদ্মাসেতুতে মোটরসাইকেলের পাশাপাশি অন্যান্য যানবাহনগুলোর গতি নিয়ন্ত্রণে আজ থেকে স্পিডগান ব্যবহার হচ্ছে। সেতুতে ঘন্টায় সর্বোচ্চ গতিবেগ ৬০ কিলোমিটার রাখার যে বাধ্যবাধকতা রয়েছে সেটি নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে মঙ্গলবার মুন্সিগঞ্জ পুলিশ সুপার মাহফুজুর রহমান আল-মামুন এ তথ্য জানান।

তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় পদ্মাসেতুতে কঠোর নজরদারি শুরু হচ্ছে। মঙ্গলবারও মোটরসাইকেলের পাশাপাশি দুইটি ব্যক্তিগত গাড়ি ও একটি পণ্যবাহী পিকআপকে জরিমানার আওতায় আনা হয়েছে। সাধারণ মানুষের প্রতি আইন-কানুন ও নিয়ম মানারও আহবান জানান পুলিশ সুপার।

মাহফুজুর রহমান জানান, শর্ত ভেঙে চলাচলের দায়ে মঙ্গলবার পদ্মাসেতুতে ১৯ জনকে ৬৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ নিয়ে সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু হওয়ার পর গেল ৫ দিনে ৬০ জনকে জরিমানা করা হলো। এর মধ্যে ৫৭ জনই মোটরসাইকেল চালক। তিনি বলেন, পদ্মাসেতুতে মোটরসাইকেল চলাচল শুরু হওয়ার পর থেকেই আমরা তৎপর রয়েছি। সরকার যেসব শর্ত দিয়েছে সেগুলো যাতে মোটরসাইকেল চালকরা প্রতিপালন করেন তা নিশ্চিতে আমরা কাজ করছি। প্রতিদিনই কিছু মোটরসাইকেল চালক প্রয়োজন ছাড়া সেতুতে ঘুড়তে আসছেন। মূলত তারাই নিয়মটা ভাঙছেন। আমরা তাদের কোন ছাড় দিচ্ছি না। প্রয়োজনে জরিমানার অর্থ আরও বাড়ানো হবে। তবু শর্ত ভাঙতে দেয়া হবে না।

ট্রাফিক পুলিশ জানায়, মোটরসাইকেল চলাচলের পরদিন ২১ এপ্রিল ৯ মোটরসাইকেল চালককে ২৭ হাজার টাকা, ২২ এপ্রিল ৩ জনকে ৯ হাজার টাকা এবং ঈদ পরবর্তী দুইদিনে ২৩ এপ্রিল ২৩ জনকে ৭১ হাজার টাকা, ২৪ এপ্রিল ৬ জনকে ১৮ হাজার টাকা ও গতকাল ১৯ জনকে ৬৮ হাজারসহ সর্বমোট ১ লাখ ৯৩ হাজার টাকা জরিমানা করা হয়। ট্রাফিক বিভাগ বলছে, শর্ত ভেঙে নির্দিষ্ট লেনের বাইরে গিয়ে মোটরসাইকেল চালানো, ছবি তোলার উদ্দেশ্যে অহেতুক দাড়ানো, ওভারটেকিংসহ নানা কারণে সেতুর বিভিন্ন স্থান থেকে তাদের আটকের পর ট্রাফিক আইনে এই জরিমানা করা হয়।

প্রসঙ্গত, ঈদকে সামনে রেখে গেল ১৮ এপ্রিল একনেক সভায় পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল পুনরায় চালু করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০ এপ্রিল ভোর ৬ টা থেকে সেতুতে মোটরসাইকেল চলাচল উন্মুক্ত করে দেয়া হয়। তবে শর্ত ছিলো- সেতুতে গতি সর্বোচ্চ ৬০ কিলোমিটার হবে, সেতুর ওপর গাড়ি থামিয়ে ছবি তোলা যাবে না, কোনো অবস্থাতেই সেতুতে নির্দিষ্ট মোটরসাইকেল লেন পরিবর্তন করা যাবে না, ওভারটেকিং করা যাবে না, চালকসহ সর্বোচ্চ দুজন মোটরসাইকেলে চড়তে পারবেন। শৃঙ্খলা না মানলে মোটরসাইকেল চলাচলের এ সুযোগ বাতিল করা হবে বলেও বারবার হুশিয়ারি দিচ্ছেন সংশ্লিষ্টরা।

error: দুঃখিত!