৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বুধবার | রাত ১১:৫৪
Search
Close this search box.
Search
Close this search box.
পদ্মা সেতুতে নিয়ম ভাঙায় জরিমানা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৭ জুন, ২০২২, আরাফাত রায়হান সাকিব (আমার বিক্রমপুর)

পদ্মা সেতুতে নিয়ম ভেঙে গাড়ি থামিয়ে মিউজিক ভিডিও করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একজনকে জরিমানা করা হয়েছে।

গতকাল সোমবার দুপুরে মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল কবীরের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হয়।

অভিযুক্ত ব্যক্তির নাম ফখরুল আলম। তার বাড়ি কুমিল্লায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল কবীর জানান, পদ্মা সেতুতে নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসন তৎপর রয়েছে। এরই অংশ হিসেবে দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

আদালত পরিচালনাকালে দেখা যায়, সেতুর মাঝখানে প্রাইভেটকার পার্ক করে কয়েকজন মিউজিক ভিডিও করছেন। তারা কুমিল্লা থেকে এসেছেন। কিন্তু সেতুতে গাড়ি পার্কিং ও যাত্রী অবস্থানে নিষেধাজ্ঞা রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করায় তাদের একজনকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

error: দুঃখিত!