মুন্সিগঞ্জ, ১২ মার্চ, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা সংলগ্ন পদ্মা নদী থেকে পাতানো অবস্থায় ৪২হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে মাওয়া কোস্টগার্ড।
গতকাল বৃহস্পতিবার (১১মার্চ) ভোর থেকে দুপুর ৩টা পর্যন্ত পদ্মা নদীর শিমুলিয়া,মাঝির চর, কুলিকালচর, দুবলারচর, টেউটিয়া এলাকায় অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। এসময় একটি মাছ ধরার নৌকা থেকে ৫০কেজি জাটকা উদ্ধার করা হয়। বিকেল ৫টার দিকে জব্দকৃত জাল গুলো পুড়িয়ে বিনষ্ট ও মাছগুলো স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।
মাওয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেঃ আসমাদুল ইসলাম জানান, ভোর রাতে এবং দিনের বেলা নদীতে কারেন্ট জাল পেতে অসাধু জেলেরা কাছাকাছি চরে অবস্থান করছিলো। এমন খবর পেয়ে ভোর রাত থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে নিষিদ্ধ কারেন্টজাল ও মাছ জব্দ করা হয়। তবে কোস্টগার্ড এর উপস্থিত টের পেলে জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। পরে বিকালে জাটকা মাছ গুলো স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করে দেওয়া হয়। এছাড়া মৎস অধিদপ্তরের সদস্যদের উপস্থিতিতে জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
অভিযানে অংশ নেয় কোস্টগার্ডের কমান্ডার ইমাম আজাদ (বিএন), কম্পোজিট স্টেশান মাওয়ার কন্টিনজেন্ট কমান্ডার ছানোয়ার, মৎস্য অফিসের প্রতিনিধি মোঃ ইসমাইল হোসেন সহ কোস্টগার্ডের সদস্যরা।