৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
সোমবার | সকাল ৬:১৩
পদ্মা নদীতে চাঁদাবাজির অভিযোগে দুজনের ছয় মাসের কারাদণ্ড
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ ২৪ নভেম্বর, ২০২২, তরিকুল ইসলাম সাইম, লৌহজং (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদীতে বালুবাহী বাল্কহেড থেকে চাঁদাবাজির অভিযোগে দুজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বুধবার গভীর রাতে পদ্মার লৌহজং ভূমি অফিস কার্যালয় থেকে ধাওয়া করে বেজগাঁও চর এলাকা থেকে ট্রলারসহ দুজনকে আটক করে কোস্টগার্ড।

পরে আজ বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলিয়াস সিকদার দুজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

আটক ব্যক্তিরা হলেন, লৌহজং উপজেলার সিংহেরহাটি গ্রামের ওহাব আলী বেপারীর ছেলে সোহেল বেপারী (২৪) ও কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বান নগর গ্রামের মৃত কোরবান আলীর ছেলে আবদুর রহমান (৪৫)।

বিষয়টি নিশ্চিত করে মাওয়া কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার বুলবুল আহমেদ জানান, বুধবার গভীর রাতে পদ্মা নদীতে বাল্কহেড থেকে চাঁদাবাজির সময় একটি ট্রলার ও স্পিডবোটকে ধাওয়া করা হয়। স্পিডবোট নিয়ে কয়েকজন চাঁদাবাজ পালাতে সক্ষম হলেও ট্রলার নিয়ে দুজন চরে আটকে গেলে তাঁদের আটক করা হয়। তাদের কাছ থেকে ট্রলার, দা, লাঠি ও নগদ ৯ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়।

 

error: দুঃখিত!