মুন্সিগঞ্জ, ১৫ মে ২০২৩, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে পদ্মা সেতু রেলওয়ে প্রজেক্টের বিভিন্ন ধরনের প্রায় ২০ কেজি ওজনের চোরাই মালামালসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রোববার রাতে উপজেলার বালুচর ইউনিয়নের পাইনারচর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, পাইনারচর গ্রামের আ. রব এর ছেলে মাহাবুর হোসেন (২৭) ও মৃত আব্দুল মোতালেবের ছেলে মো. মাহাবুল (২২)।
সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আজগর হোসেন এসব তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে আরও দুইজনকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ৯ লাখ টাকা।
তিনি জানান, গ্রেপ্তারকৃত দুই ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।