মুন্সিগঞ্জ, ২৬ জুন, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে শরীয়তপুরে পদ্মা সেতু এলাকা থেকে আরও এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। ওই ভারতীয় নাগরিকের নাম রূপসা রায়। তিনি গুজরাটের বাসিন্দা বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।
শরিয়তপুর জেলার জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, শুক্রবার রাতে সেনাবাহিনীর ৯৯ কম্পোজিট বিগ্রেডের সদস্যরা পদ্মা সেতুর টোল প্লাজার কাছে জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় তাকে ঘোরাঘুরি করতে দেখেন। সেসময় টহলরত সেনা সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। তিনি হিন্দি ভাষায় কথা বলছিলেন। তার ভাষা ও চালচলন সন্দেহজনক হওয়ায় সেনাবাহিনীর সদস্যরা তাকে আটক করে জাজিরা থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
অবৈধ অনুপ্রবেশের কারণে জাজিরা থানায় তার বিরুদ্ধে ১৯৫২ সালের বাংলাদেশ কন্ট্রোল অফ এন্ট্রি অ্যাক্ট আইনে মামলা করা হয়েছে।
এর আগে বুধবার রাতে বিজয় কুমার রায় নামে আরো একজন ভারতীয় অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়। তিনি ভারতের বিহার রাজ্যের বাসিন্দা। জাজিরা থানায় মামলার পর তাকে শরীয়তপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।