১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | সকাল ১১:৩১
পদ্মাসেতুর ৪৩ শতাংশ কাজ সম্পন্ন- মুন্সিগঞ্জে সেতুমন্ত্রী
খবরটি শেয়ার করুন:

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মাসেতুর কাজ শিডিউল অনুযায়ী এগিয়ে চলছে। ইতিমধ্যে সেতু নির্মাণ প্রকল্পের কাজ ৪৩ শতাংশ অগ্রগতি হয়েছে।

শুক্রবার দুপুরে মুন্সিগঞ্জের শ্রীনগরের দোগাছি এলাকায় সেতু প্রকল্পের সার্ভিস এড়িয়া-১ এর সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, পদ্মাসেতুর মূল অবকাঠামো নির্মাণে এখন আর কোনো প্রতিবন্ধকতা নেই। অল্প কিছুদিনের মধ্যেই সেতুর পিলারের উপর স্প্যান বা সুপার স্টাকচার স্থাপন করা হবে। স্প্যান বসানো হলেই দৃশ্যমান হয়ে উঠবে পদ্মাসেতুর মূল অবকাঠামো।

তিনি আরও বলেন, পদ্মাসেতু প্রকল্প প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসিকতার ফল। নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ করে বিশ্ববাসীর কাছে তিনি বাঙালি জাতিকে সম্মানিত করেছেন।

সেতুমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, যথাসময়ে পদ্মাসেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় সেতু প্রকল্পের উর্ধ্বতন কর্মকর্তা, সেনাবাহিনীর কর্মকর্তাসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

error: দুঃখিত!