পদ্মাসেতুর ৩৫ শতাংশ কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার দুপুর ২টায় ঢাকা-মাওয়া মহাসড়কে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজলার নিমতলা এলাকায় বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ১৪ টি পাইলিংয়ের কাজে ইতো মধ্যে শেষ হয়েছে ও ব্যাপকভাবে এগিয়ে যাচ্ছে পদ্মাসেতুর কাজে।
মোটরসাইকেলে ৩ জন আরোহন থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, অনেক নেতার গাড়িবহরে সামনে ৩ জন আরোহীসহ মোটরসাইকেলের বহর দেখা যায়। এসব তরুণ নেতা কর্মীদের দেশ ও জাতীর স্বার্থে এসব বন্ধ করতে হবে এবং মোটরসাইকেল চালকদের ৩ জন বহন করা থেকে বিরত থাকতে হবে। তাহলে দূর্ঘটনার হার আরো কমে যাবে। তাই কোন মতেই মোটরসাইকেলে ৩ জন আরোহন করা যাবেনা, আর দুজন আরোহন করলেও দু’জনকেই হেলমেট ব্যবহার করতে হবে। পাশাপাশি শিশুদের মোটরসাইকেলে বহন করা যাবেনা।
এসময় মন্ত্রীর সাথে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) সামসুজ্জামান বাবু, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ। বুধবার সকল ১০ থেকে দুপুর ১ টা পর্যন্ত বিআরটিএ’র ভ্রাম্যমাণ টিমটি বিভিন্ন যানবাহনকে ১১ টি মামলা ও ৮ হাজার ৯ শত টাকা জরিমানা আদায় করেন।