মুন্সিগঞ্জ, ৮ ফেব্রুয়ারি, ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুরৎ
মুন্সিগঞ্জে পদ্মা নদীসহ বিভিন্ন নদীতে জাটকা নিরোধ অভিযানে ৪ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। এসময় ৬’শ কেজি জাটকা ইলিশ, ১০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ১টি মাছ ধরার ট্রলার আটক করা হয়।
পরে জাটকাগুলো বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা ও গরীবদের মাঝে বিলিয়ে দেওয়া হয় এবং আটককৃত অবৈধ কারেন্ট জাল আগুনে পুঁড়িয়ে বিনষ্ট করা হয়।
নৌপুলিশের অতিরিক্ত ডিআইজি পংকজ চন্দ্র রায়ের নেতৃত্বে আজ বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পদ্মা নদীতে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান শেষে অতিরিক্ত ডিআইজি পংকজ চন্দ্র রায় শিমুলিয়া ঘাটে সাংবাদিকদের ব্রিফিংয়ে জানান, নারায়ণগঞ্জ চাঁদপুর ও মুন্সিগঞ্জের নদীতে জাটকা নিরোধ অভিযান পরিচালনা করা হয়। আটক চার জেলেকে চাঁদপুর নৌপুলিশের পুলিশ সুপার কামরুজ্জামানের নিকট হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ নৌপুলিশ হেড কোয়ার্টারের পুলিশ সুপার মোতাজ্জের হোসেন, চাঁদপুর পুলিশ সুপার কামরুজ্জামান, মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মো. মেহেদী জামান, মাঝির কান্দি নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ তপন কুমার বিশ্বাস।