মুন্সিগঞ্জ, ২০ ফেব্রুয়ারি, ২০২৩, রিয়াদ হোসাইন (আমার বিক্রমপুর)
সমগ্র বাংলাদেশে বিএনপি-জামায়াতীরা পদযাত্রার নামে অরাজকতা তৈরি করছে- এ মন্তব্য করে আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলীয় নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার আহবান জানিয়েছেন যুবলীগ নেতাকর্মীরা।
সোমবার বিকালে মুন্সিগঞ্জ জেলা শহরে পদযাত্রার নামে বিএনপি-জামায়াতের সন্ত্রাস, সহিংস রাজনীতি, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, জনগণ ও পুলিশের উপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় যুবলীগের কর্মসূচির অংশ হিসেবে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আসাদুজ্জামান সুমনের নেতৃত্বে স্থানীয় যুবলীগের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
বিকাল ৪টা’র দিকে মুুন্সিগঞ্জ শহরের সুপারমার্কেট এলাকার অঙ্কুরিত যুদ্ধ ১৯৭১ ভাস্কর্যের সামনে থেকে যুবলীগের বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে মুন্সিগঞ্জ শহরের পুরাতন কাচারি চত্বর ঘুরে পুনরায় একইস্থানে এসে শেষ হয়। সেখানে এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন যুবলীগ ও অন্যান্য নেতাকর্মীরা।
এসময় যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আসাদুজ্জামান সুমন বলেন, ডিজিটাল বাংলাদেশ রুপায়নের পরে বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা এখন স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষ্য নির্ধারণ করেছেন। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াতের সকল অপতৎপরতা ও ষড়যন্ত্র রুখে দিয়ে ভোটবিপ্লবের মাধ্যমে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিজয় নিশ্চিতের মধ্য দিয়ে পুনরায় শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতায় আনতে হবে।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ পৌর কাউন্সিলর মকবুল হোসেন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ সবুজ, কোষাধ্যক্ষ ওয়াহিদুজ্জামান বাবুল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম মাওলা তপন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক উপ সম্পাদক আপন দাস প্রমুখ।