৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ৯:১৬
Search
Close this search box.
Search
Close this search box.
পঞ্চসারে নৌ পুলিশের অভিযানে কারেন্ট জাল জব্দ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৭ সেপ্টেম্বর, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নে মুক্তারপুর নৌ পুলিশ স্টেশনের অভিযানে কারেন্ট জাল, সুতার ববিন ও সুতার রেইল জব্দ করা হয়েছে।

নৌ পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রোববার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে দিনগত রাত ৪ টা পর্যন্ত পঞ্চসার ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা এলাকায় অভিযানে আবুল হাশেম এর বাড়ির টিনশেড ঘর ও কারেন্ট জালের ফ্যাক্টরি থেকে ১২৮২ পাউন্ড কারেন্ট জাল, ৫ হাজার পিস ববিন ও ৪৮০০ পিস রেইল উদ্ধার করা হয়। উদ্ধার মালামালের আনুমানিক বাজার মূল্য ৯লাখ ৩৫ হাজার টাকা।

মুক্তারপুর নৌ পুলিশ স্টেশনের ইনচার্জ লুৎফর রহমান জানান, অভিযানের সময় মালিক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মালামাল পুড়িয়ে বিনষ্ট করা হবে। এ ঘটনায় ফ্যাক্টরির মালিকের বিরুদ্ধে মামলা হয়েছে।

এই বিভাগের সর্বশেষ
ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা
error: দুঃখিত!