মুন্সিগঞ্জ, ২৯ সেপ্টেম্বর, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসারে যুবলীগ নেতা জাহিদ হাসানের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের নয়াগাঁও এলাকায় দোয়া মাহফিল, আলোচনা সভা, কেক কাটা ও বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানের আয়োজক ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহিদ হাসান মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাসের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করেন। এসময় তিনি আসন্ন পঞ্চসার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে সবার কাছে দোয়া ও সমর্থন প্রার্থনা করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য গোলাম রসুল সিরাজী রোমান, যুবলীগ নেতা আদর দাস, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির উপ আইন বিষয়ক সম্পাদক আপন দাস, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ পাভেল, জেলা যুবলীগের শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক হামিদুল হক আযম, জাতীয় শ্রমিক লীগ শিল্পায়ন আঞ্চলিক শাখার সভাপতি আবুল কাশেম, সদর উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম পলাশ, পঞ্চসার ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ সভাপতি শহিদুল ঢালী, জেলা ছাত্রলীগের ছাত্র বৃত্তি বিষয়ক সম্পাদক হাসিব মোহাম্মদ রাফিউ, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান সোহান প্রমুখ।