৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | সকাল ১০:৫৫
Search
Close this search box.
Search
Close this search box.
পঞ্চসারে কারেন্ট জাল বিরোধী অভিযান
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২২ মার্চ, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে নৌ পুলিশের বিশেষ অভিযানে ৭ লক্ষ ৮০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ৩২’শ হাজার পিস ববিন ও ৩১’শ পিস রেল জব্দ করা হয়েছে। এসব জাল, রেল ও ববিনের আনুমানিক মূল্য ৪০ লক্ষ ৮৯ হাজার টাকা।

গতকাল রোববার (২১ মার্চ) বিকালে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মাদবরবাড়ি এলাকায় এই অভিযান পরিচালনা করে মুক্তারপুর নৌ-পুলিশ।

এ বিষয়ে নৌ পুলিশ জানায়, রোববার বিকেলে সদরের পঞ্চসার ইউনিয়নের মাদবরবাড়ি এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ অঞ্চলের নৌ পুলিশ সুপার মিনা মাহমুদা, অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিস ইসলাম, মুক্তারপুর নৌ পুলিশ স্টেশনের ইনচার্জ মো. কবির হোসেন খাঁন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় নৌ পুলিশ।

error: দুঃখিত!