২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | রাত ৯:৫৩
মুন্সিগঞ্জে ইউপি চেয়ারম্যান কারাগারে
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২০ নভেম্বর, ২০২২, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মৎস্য সংরক্ষণ আইনে দায়েরকৃত ৫ মামলায় মুন্সিগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফাসহ দুইজনকে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। অপরজন হলেন, পঞ্চসারের ডিঙ্গাভাঙ্গা এলাকার মোশাররফ (৪০)।

আজ রোববার দুপুর ১২ টা’র দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া রহমান এই আদেশ দেন।

গোলাম মোস্তফা পক্ষের আইনজীবি মাসুদ আলম জানান, মৎস্য সংরক্ষণ আইনে দায়েরকৃত ৫ মামলায় হাইকোর্টের আগাম জামিনের প্রেক্ষিতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

প্রসঙ্গত, গেল ২৮ আগস্ট ও ৭ সেপ্টেম্বর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফার মালিকানাধীন পঞ্চসারের গোসাইবাগ এলাকার জিএম কর্পোরেশন ও ডিঙ্গাভাঙ্গা এলাকায় সওবান ফ্যক্টরি থেকে পৃথক অভিযানে ২কোটি ৫১ লক্ষ কোটি মিটার ও ১ কোটি ৭ লক্ষ মিটার কারেন্ট জাল উদ্ধারের ঘটনায় নৌ পুলিশ বাদী হয়ে মুন্সিগঞ্জ সদর থানায় পৃথক ৪টি মামলা দায়ের করে। অপর একটি মামলা দায়ের করে কোস্টগার্ড।

 

error: দুঃখিত!