২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সকাল ৭:৩৬
পঞ্চবটি-মুক্তারপুর সড়ক প্রশস্তকরণ ও উড়াল সড়ক নির্মাণ চুক্তি স্বাক্ষর
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৩ এপ্রিল, ২০২২, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

নারায়ণগঞ্জের পঞ্চবটি থেকে মুন্সিগঞ্জের মুক্তারপুর সড়ক প্রশস্তকরণ ও উড়াল সড়ক নির্মাণ কাজ প্রকল্পের কাজ আরও একধাপ এগিয়েছে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও কুনওয়া ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালটিং কোম্পানির মধ্যে প্রকল্পের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন এই প্রকল্পের চুক্তি সম্পন্ন হয়। চুক্তি অনুসারে এই প্রকল্পে কোরিয়ান এই কোম্পানির পাশাপাশি সহ-পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে জিইএম কনসালটেন্টস লিমিটেড, বাংলাদেশ ও ভার্নাকুলার কনসালটেন্টস লিমিটেড, বাংলাদেশ।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সূত্রে এসব তথ্য জানা গেছে। জানা যায়, গত বছরের ৩০ জুন ১৪ টি প্রতিষ্ঠান দরপত্র দাখিল করে। প্রকল্পের আওতায় মোট ৩৭ দশমিক ১৪ একর জমি অধিগ্রহণ করা হবে।

ইতোমধ্যে, নারায়ণগঞ্জ জেলার আওতাধীন ৩৪ দশমিক ১৭ একর জমি অধিগ্রহণ প্রস্তাব কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটি এবং মুন্সিগঞ্জ জেলার আওতাধীন ২ দশমিক ৯৭ একর জমি অধিগ্রহণের প্রস্তাব জেলা ভূমি বরাদ্দ কমিটি কর্তৃক অনুমোদিত হয়েছে।

এছাড়া প্রকল্পের পূনর্বাসন পরিকল্পনা বাস্তবায়নে এনজিও নিয়োগের কারিগরী ও আর্থিক প্রস্তাব মূল্যায়ন সম্পন্ন শেষে নির্বাচিত প্রতিষ্ঠানের সাথে আলোচনা শেষ হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সেতু বিভাগ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাগণ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ঢাকা থেকে মুক্তারপুর (৬ষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী) সেতু পর্যন্ত বিদ্যমান সংযোগ সড়কটি খুবই সংকীর্ণ ও আঁকাবাঁকা হওয়ায় যানবাহনকে ধীর গতিতে চলাচল করতে হয়। এ সড়কে প্রায় যানজটে ভোগান্তি পোহাতে হয় যাত্রী সাধারণকে।

এ সমস্যা সমাধানের জন্য এবং ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জে সহজে যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে পঞ্চবটি-মুক্তারপুর সেতু সড়ক প্রশ্বস্তকরণ ও উড়াল সড়ক নির্মাণ প্রকল্প গত বছর একনেকে পাশ হয়।

error: দুঃখিত!