মুন্সিগঞ্জ, ১৪ আগস্ট, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
নৌভ্রমণ থেকে ফেরার পথে মুন্সিগঞ্জের মিরকাদিমের কাঠপট্টি এলাকায় ট্রলারে ডাকাতির স্বীকার হয়েছেন মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপাল, পঞ্চসার ও মিরকাদিম এলাকার বেশ কয়েকজন নারী ও পুরুষ।
গতকাল শুক্রবার (১৩ আগস্ট) রাত ৮ টায় কাঠপট্টি লঞ্চঘাটের সামনে এই ঘটনা ঘটে। ঘটনার স্বীকার একাধিক ব্যক্তি জানান, ডাকাতরা স্পিডবোটে করে এসে এই ডাকাতি করে।
ট্রলারে থাকা জাকির হোসেন জানান, আমরা মুন্সিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকার লোকজন নিয়ে নৌভ্রমণে যাই। নারায়নগঞ্জ সোনারগাঁ থেকে ফেরার পথে কাঠপট্টি লঞ্চঘাটের সামনে এলে স্পিডবোটে করে ডাকাত দল অস্ত্র নিয়ে জিম্মি করে ডাকাতি করে। এতে ১৫ ভর্রি স্বর্ণ নগদ ৩০ হাজার টাকা ও ৩০ টি মোবাইল ফোন নিয়ে যায় তারা।
এ বিষয়ে মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ কবির হোসেন জানান, কাঠপট্টি এলাকায় নৌভ্রমণ থেকে ফেরার পথে ডাকাতির ঘটনা ঘটেছে বলেছে খবর পেয়ে নৌ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে কমলাঘাট এলাকা থেকে ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য ট্রলার চালক মো. আলীকে আটক করে। আটক ট্রলার চালকের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভায়।
মুন্সিগঞ্জ সদর থানার ওসি আবু বকর সিদ্দিক আজ শনিবার (১৩ আগস্ট) সকাল ১০ টা’র দিকে জানান, এ ঘটনায় এখনো কোন অভিযোগ বা মামলা দায়ের হয়নি। অভিযোগ পেলে পুলিশ তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করবে।