৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ৯:০২
Search
Close this search box.
Search
Close this search box.
নৌ বাহিনীর প্রধান হলেন মুন্সিগঞ্জের নাজমুল হাসান
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৬ জুলাই ২০২৩,  আমার বিক্রমপুর ডেস্ক (আমার বিক্রমপুর)

নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম নাজমুল হাসান সোমবার (২৪ জুলাই) দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবালের স্থলাভিষিক্ত হন।

নাজমুল হাসান মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের সরদারপাড়া এলাকার মোল্লাবাড়িতে ১৯৬৭ সালের ২ ফেব্রুয়ারি প্রয়াত লেফটেন্যান্ট কর্নেল আব্দুস ছামাদ- বিলকিস বেগম দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন। ৪ বোনের সাথে তিনি একমাত্র ভাই।

ব্যক্তিগত জীবনে নাজমুল হাসান নাদিয়া সুলতানা সেতুর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।

সোমবার (২৪ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ।

এতে বলা হয়, সোমবার অপরাহ্নে নৌ-সদর দপ্তরে নৌ-প্রধানের কার্যালয়ে দায়িত্বভার হস্তান্তর/গ্রহণ অনুষ্ঠানে নবনিযুক্ত নৌ-প্রধান ভাইস অ্যাডমিরাল এম নাজমুল হাসান কমান্ড হস্তান্তর/গ্রহণ বইতে স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীর কমান্ড গ্রহণ করেন।

অনুষ্ঠানে নৌ-সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসাররা, সব আঞ্চলিক কমান্ডার, ডকইয়ার্ড/শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালকরা এবং ঊর্ধ্বতন নৌ-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নবনিযুক্ত নৌবাহিনী  প্রধান এম নাজমুল হাসান বাংলাদেশ নৌবাহিনীতে ১ জুলাই ১৯৮৬ সালে কমিশন লাভ করেন। কর্মজীবনে তিনি বিভিন্ন স্টাফ, ইন্সট্রাকশনাল এবং কমান্ড দায়িত্বে নিয়োজিত ছিলেন। তিনি নৌ-সদরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশনস), সহকারী নৌবাহিনী প্রধান (পার্সোনেল), পরিচালক নৌ-অপারেশনস ও নৌ-গোয়েন্দা এবং সশস্ত্র বাহিনী বিভাগে অসামরিক-সামরিক সংযোগ পরিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি নৌবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধজাহাজ বানৌজা ওমর ফারুকসহ চারটি যুদ্ধজাহাজের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

এ ছাড়া তিনি বাংলাদেশ নেভাল একাডেমির কমান্ডেন্ট এবং নেভাল অ্যাভিয়েশন ও বাংলাদেশ নৌবাহিনীর স্পেশাল ফোর্স (সোয়াডস) কমান্ড করেন। তিনি কমান্ডার বিএন ফ্লিট এবং কমান্ডার চট্টগ্রাম নৌ-অঞ্চল হিসেবে দায়িত্ব পালন করেন।

আইএসপিআর আরও জানায়, পাশাপাশি তিনি কক্সবাজারের ইনানীতে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে প্রথমবারের মত অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ (আইএফআর) ২০২২ এর প্রধান আয়োজক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত মালদ্বীপে বাংলাদেশের হাইকমিশনার নিযুক্ত ছিলেন। এসময় মালদ্বীপ সরকারের টিকাদান কর্মসূচিতে সহায়তা হিসেবে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মেডিকেল টিম প্রেরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এছাড়া মালদ্বীপের রাষ্ট্রপতির বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে যোগদান এবং প্রধানমন্ত্রীর প্রথমবারের মত মালদ্বীপে দ্বি-পাক্ষিক সফরের মাধ্যমে বাংলাদেশ ও মালদ্বীপের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

ভাইস অ্যাডমিরাল নাজমুল দেশে ও বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ ও সামরিক কৌশলগত শিক্ষা অর্জন করেছেন। তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, মিরপুর এবং নেভাল ওয়ার কলেজ, যুক্তরাষ্ট্র থেকে কৃতিত্বের সঙ্গে স্টাফ কোর্স সম্পন্ন করেন। এছাড়া তিনি যুক্তরাষ্ট্র থেকে সম্মানসূচক নেভাল কমান্ড কোর্স এবং বাংলাদেশে ন্যাশনাল ডিফেন্স কোর্স সম্পন্ন করেন।

উল্লেখ্য, নবনিযুক্ত সিএনএস অ্যাডমিরাল নাজমুল হাসান প্রয়াত লেফটেন্যান্ট কর্নেল সামাদের বড় ছেলে এবং ব্রিগেডিয়ার জেনারেল নজরুল, এএমসি (চক্ষু বিশেষজ্ঞ) এর জামাতা।

এই বিভাগের সর্বশেষ
ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা
error: দুঃখিত!