১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | রাত ৪:৫৯
Search
Close this search box.
Search
Close this search box.
নৌকা পেয়ে প্রতিদ্বন্দীতা ছাড়াই চেয়ারম্যান হলেন তারা ৪ জন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৭ ডিসেম্বর, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

নৌকা প্রতীক পেয়েই বিনা প্রতীদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন তারা ৪ জন। এ নিয়ে এখন চলছে সর্বত্র আলোচনা।

চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন, মেদিনী মন্ডল ইউনিয়নে মো. আশরাফ হোসেন, কুমারেভোগের মো. লুৎফর রহমান তালুকদার, হলদিয়া ইউনিয়নে হাজী মো. মোজাম্মেল হক ও গাওদিয়া ইউনিয়নে মো. শহিদুল ইসলাম ফকির।

গতকাল সোমবার (৬ ডিসেম্বর) এই ইউনিয়নগুলোতে নৌকা প্রতীকের প্রার্থী ছাড়া অন্য কোন চেয়ারম্যান প্রার্থী না থাকায় বেসরকারিভাবে তারাই চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রিয়াজ আহমেদ জানান, সোমবার চতুর্থ ধাপের নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল। এদিন চারটি ইউনিয়ন থেকে নৌকা প্রতীকের প্রার্থী ছাড়া অন্য চেয়ারম্যান প্রার্থীরা তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেন।

আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের নির্বাচনে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার ৯টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৪ টি ইউনিয়নে চেয়ারম্যান পদ ছাড়া বাকি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

error: দুঃখিত!