মুন্সিগঞ্জ, ১১ জানুয়ারি ২০২৪, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে সদ্য নির্বাচনে মুন্সিগঞ্জ ৩ আসনে নৌকা প্রতীকের পরাজিত প্রার্থী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস দাবি করেছেন, ‘যদিওবা দলের দায়িত্বশীল পদে থেকে উচ্চারণ করতে পারছি না কি কারনে এবং প্রক্রিয়ায় জনগণ তাদের কাঙ্খিত বিজয় থেকে বঞ্চিত হয়েছে। তবে মুন্সিগঞ্জ ও গজারিয়াবাসী বিশ্বাস করে নৌকা প্রতীক বিজয়ী হয়েছে কিন্তু সে বিজয় কেড়ে নেয়া হয়েছে।’
আজ বৃহস্পতিবার মৃণাল কান্তি দাস পরিচালনাধীন (Mrinal Kanti Das) অ্যাকাউন্ট থেকে একটি স্ট্যটাসে এ দাবি করা হয়।
পুরো স্ট্যটাসটি হুবহু তুলে ধরা হলো-