মুন্সিগঞ্জ, ২৪ ফেব্রুয়ারি, ২০২১, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)
নোয়াখালীতে পেশাগত দায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ হয়ে নিহত বার্তাবাজার পত্রিকার নোয়াখালী জেলা প্রতিনিধি সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরের খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা।
গতকাল মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সিরাজদিখান প্রেস ক্লাবের সামনের রাস্তায় এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বারবার সাংবাদিক হত্যা, অত্যাচার, নির্যাতন ও নিপিড়ন করা হচ্ছে। এগুলোর বিচার ও জড়িতদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যাবস্থা করতে হবে। আর যেন কোন ভাই খুন না হয়। আর যেন প্রতিবাদ মানববন্ধনে রাস্তায় কোন সাংবাদিকদের দাড়াতে না হয়। এসময় সাংবাদিক সাগর-রুনি সহ সকল হত্যাকান্ডের বিচার দাবি জানানো হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, সিরাজদিখান প্রেসক্লাব সভাপতি ইমতিয়াজ বাবুল, সাধারণ সম্পাদক জাবেদুর রহমান জুবায়ের, সাবেক সভাপতি সামসুজ্জামান পনির, সাবেক সভাপতি নজরুল ইসলাম বাবুল, যুগ্ন সম্পাদক নাছির উদ্দিন, যুগ্ন সম্পাদক সালাউদ্দিন সালমান, সাবেক দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, সাংগঠনিক সম্পাদক রিয়াজ মামুদ মান্নান, ইসমাইল খন্দকার, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম চমক, দপ্তর সম্পাদক আজাদ নাদভী।
এছাড়া সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হামিদুল ইসলাম লিংকন, মিজানুর রহমান, আজিম হাওলাদার, আরিফ হোসেন হারিস, মো. আমির ঢালী, আহসানুল ইসলাম আমিন প্রমুখ।