নিজস্ব প্রতিবেদকঃ মা ইলিশ রক্ষায় ১৫ দিনের জন্য নদীতে ইলিশ মাছসহ সকল প্রকার মাছ ধরার নিষেধাজ্ঞা শুক্রবার শেষ হয়েছে। রাত ১২টায় নিষেধজ্ঞার মেয়াদ শেষ হবার পর থেকেই মুন্সীগঞ্জের নদীগুলোতে জেলেরা নামতে শুরু করে।
শনিবার সকাল থেকে মুন্সীগঞ্জের পদ্মা-মেঘনায় পুরোদমে মাছ ধরতে ব্যস্ত তারা। নদীতে নেমেছেন শত শত জেলে। মা ইলিশ রক্ষায় গত ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত নদীতে ইলিশসহ সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ করে সরকার।
মৎস্য অধিদপ্তর জানায়, নিষিদ্ধ সময়ে নদীতে মাছ শিকারের অপরাধে গত ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত মোট ২৫৯ জন জেলেকে সর্বোচ্চ ২ বছরসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। আদায় করা হয়েছে জরিমানা।
নিষেধাজ্ঞাকালীন মাওয়া ঘাটের হোটেলগুলোতেও ইলিশ বিক্রি বন্ধ ছিল। তবে কিছু অসাধু হোটেল ব্যাবসায়ীরা গো্পনে মা ইলিশ বিক্রি করেছে। যা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। এসময় মুন্সীগঞ্জ প্রশাসন যৌথ অভিযান চালিয়ে কয়েকজন জেলেকে আটক ও জরিমানা করেছে।