মুন্সিগঞ্জ ৩০ অক্টোবর, ২০১৯, টংগিবাড়ী প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলায় ইলিশ মাছ ধরার অভিযোগে ৩ জনকে ৭ দিন এবং ক্রয়ের অভিযোগে ৩ জনকে ৩ দিন করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
টংগিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট মোসাম্মৎ হাসিনা আক্তার মঙ্গলবার (২৯ অক্টোবর) এই দন্ডাদেশ দেন। এছাড়া অভিযানে জব্দকৃত ১ লক্ষ ফুট কারেন্ট জাল আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়েছে।
৭ দিন করে কারাদন্ড প্রাপ্তরা হলো, উপজেলার হাসাইল গ্রামের আলী ও আওলাদ হোসেন এবং লৌহজং উপজেলার কলমা গ্রামের কাওসার সেখ।
৩ দিন করে কারাদন্ড প্রাপ্তরা হলো, সদর উপজেলার বাংলাবাজার গ্রামের সবুজ, মোহন মিয়া ও মুসা।
এর আগে মঙ্গলবার ভোর ৪টা হতে টংগিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা আক্তার এর নেতৃতে উপজেলার হাসাইল, দিঘিরপাড় এলাকার পদ্মা নদীতে অভিযান চালিয়ে কোস্ট গার্ড, টংগিবাড়ী থানা পুলিশ ও মৎস্য বিভাগ ৬ জনকে ১শত কেজি ইলিশ মাছ, প্রায় ১ লক্ষ ফুট কারেন্ট জাল, ২টি ইঞ্জিন চালিত জেলে নৌকা এবং একটি স্পীড বোটসহ আটক করে।
পরে সকাল ৯ টার দিকে হাসাইল গ্রামের ২ টি বাড়িতে অভিযান চালিয়ে আরো ২২০ কেজি ইলিশ জব্দ করা হয়। মাছগুলো মাদ্রাসা, পত্রিকা বিক্রেতা হকার ও দুস্থদের মাঝে বিতরন করা হয়েছে।
এ ব্যাপারে টংগিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট মোসাম্মৎ হাসিনা আক্তার জানান, ইলিশ মাছ ধরা এবং ক্রয়ের অভিযোগে ৬ জনকে কারাদন্ড প্রদান করা হয়েছে পাশাপাশি জব্দকৃত ১ লক্ষ ফুট কারেন্ট জাল আগুনে পুড়িয়ে নষ্ট এবং ২টি নৌকা ও একটি স্পীড বোট জব্দ করা হয়েছে।